নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে গেল শনিবার থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। যেখানে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের শেষ দিনের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেখানে তার কাছে জানতে চাওয়া হয় তার নিজের প্রস্তুতি নিয়ে। কেননা বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে মেলে ধরতে সদা প্রস্তুত শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে না পারার ভেতরেও কিছু পজিটিভ দিক ছিল। অতিরিক্ত ব্যাট করার সুযোগ পেয়েছি, কিভাবে আরেকটু প্রস্তুতি নিতে পারি। তো ওখানে কোচরা অনেক হেল্প করেছে, পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। বিপিএলের ওই সময়টা আমি খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে।'

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে টাইগাররা। ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ শেষে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে গিয়ে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ স্বাগতিকদের মুখোমুখি হবে ফিল সিমন্সের শিষ্যরা।

Share this news on:

সর্বশেষ