উবারের মোটরসাইকেল দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাইড শেয়ারিং সার্ভিস উবারের একটি মোটরসাইকেলে চড়ে রাজধানীর শ্যামলী থেকে মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ২১ বছর বয়সী ফাহমিদা হক লাবণ্য। পথে শেরেবাংলা নগর হৃদরোগ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয় লাবণ্যকে বহনকারী মোটরসাইকেলটিকে।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় আহত মোটরসাইকেল চালককে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি।

ওসি আরো জানান, ফাহমিদা হক লাবণ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হরিপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে। লাবণ্যর বাসা শ্যামলীর ৩ নম্বর সড়কে।

ওসি জানে আলম জানান, এই দুর্ঘটনায় সুমন নামে আরেকজন আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাকে পাওয়া গেলে সব কিছু জানা যাবে।

ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।

 

 

টাইমস/এসআই

Share this news on: