২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে কিছুদিন আগেই সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। দেশটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে তখন থেকেই চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যেই সৌদির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বিশ্বকাপে থাকবে না কোনো ধরনের অ্যালকোহলযুক্ত পণ্য। মুসলিম দেশটিতে কঠোরভাবে নিষিদ্ধ অ্যালকোহল। সৌদি আরবে অ্যালকোহল বিক্রয় ও ক্রয় উভয়ই দণ্ডনীয় অপরাধ। বিশ্বকাপের সময়ও এই নিয়ম বহাল থাকবে বলেই জানিয়েছেন যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ।
বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শককে সৌদি আরবের সংস্কৃতিকে সম্মান করার আহ্বান জানিয়েছেন খালিদ, ‘প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা সব সংস্কৃতির মানুষকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। কিন্তু তাদের আমাদের দেশের নিয়মকে সম্মান করতে হবে। আমরা বাইরের কারো জন্য নিজেদের সংস্কৃতি বদলে ফেলব না। অ্যালকোহল ছাড়াও তো বেঁচে থাকা যায় তাই না?’
২০২২ কাতার বিশ্বকাপের আগেও উঠেছিল একই ইস্যু। প্রথমে অ্যালকোহল নিষিদ্ধ করার কথা বলা হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কাতার। হোটেল ও বিশেষ ফ্যান জোনে অ্যালকোহল গ্রহণের অনুমতি পান সমর্থকরা।