বলিউডের অন্যতম জনপ্রিয় ও হাইয়েস্ট পেইড অভিনেত্রী কারিনা কাপুর খান। দুবার মাতৃত্বের স্বাদ নেওয়ার পরও তিনি সর্বদা রয়েছেন ফিট। এখনো কোন প্রকার কৃত্রিম ট্রিট্মেন্টের শরণাপন্ন হতে দেখা যায়নি তাকে।
আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট অবশ্য সাইফ আলি খানও পছন্দ করেননা বলেই জানিয়েছেন তিনি। তবে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায় তিনি অনুসরণ করেন।
বলিউড নির্মাতা করণ জোহরের একটি শো-এ বোটক্স প্রসঙ্গে আলোচনা করেন কারিনা।
সেই শোতে নায়িকা জানান, নিজের সৌন্দর্য ধরে রাখতে এমন কোনো কিছুরই দরকার নেই তার। আর্টিফিশিয়াল ট্রিটমেন্টে স্বামী সাইফ আলি খানেরও আপত্তি রয়েছে বলে জানান তিনি।
কারিনার ভাষায়, ‘সাইফ এখনও এ বয়সে আমাকে এভাবেই দেখতে পছন্দ করে। আমিও আমার বয়স নিয়ে গর্বিত। ৪৪ বছর বয়সেও আমি তার কাছে আকর্ষণীয়। আসলে বয়স লুকানোর বিষয় না, বরং উদ্যাপনের বিষয়।
তবে ফিট রাখতে ডায়েটের ওপর বেশ সতর্ক তিনি। তার কথায়, বোটক্স না করালেও শরীরচর্চা করি। সঠিক উপায়ে, সঠিক সময়ে খাবারটা খাই। ভালো পানীয় হিসেবে ওয়াইন ছাড়া মদ্যপান করেন না তিনি।
প্রসঙ্গত, ‘দ্যা বাকিংহাম মার্ডারস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।