শাকিবের তাণ্ডব সিনেমার নায়িকা কে?

পরিচালক রায়হান রাফি তার নতুন সিনেমা ‘তাণ্ডব’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সুপারস্টার শাকিব খানকে সঙ্গে নিয়ে খুব শিগগিরই শুরু করতে চলেছেন সিনেমা নির্মাণের কাজ। তাই অন্তর্জালে নতুন সিনেমায় শাকিবের নায়িকা প্রসঙ্গে শুরু হয়েছে জল্পনা।

একের পর এক হিট সিনেমায় দেশের বাইরের অভিনেত্রীদের সঙ্গে জুটি গড়তে দেখা গেছে শাকিবকে। ‘তুফান’ সিনেমায় কলকাতার মিমি চক্রবর্তী, ‘দরদ’ সিনেমায় বলিউডের সোনাল চৌহান আর ‘রাজকুমার’ সিনেমায় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি গড়েছেন শাকিব।

তাই ‘তাণ্ডব’ সিনেমা ও নায়িকা নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে শাকিব ভক্তদের মনে। কে হতে চলেছেন রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ এর নায়িকা জানেন? প্রযোজক সমিতির বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, ‍‍`তাণ্ডব‍‍` সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয়ের পর প্রায় এক যুগ পর একসঙ্গে আবার সিনেমায় জুটি গড়তে চলেছেন শাকিব ও জয়া।

জানা যায়, এ সিনেমায় শুধু জয়াই নয়, সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা। তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি। আইটেম গানেও চমক হিসেবে হাজির হবেন জনপ্রিয় আরও এক চিত্রনায়িকা।
খুব শিগগিরই ‘তাণ্ডব’ এর শুটিং শুরু হবে। চলতি বছররের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। 

Share this news on: