চবিতে শিক্ষক লাঞ্ছিত, বহিষ্কার ১২ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীর গায়ে হাত তুলে লাঞ্ছিত করার ঘটনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার ও তার সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ধর্ম অবমাননার দায়ে ২ জন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক মারধরের ঘটনায় আরও ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সহকারী প্রক্টরকে লাঞ্ছনার দায়ে এক ছাত্রীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীর সনদ বাতিলেরও সুপারিশ করা হয়েছে। বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হবে। এ ছাড়া একই দিনের ঘটনায় আরও ৯ ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময়ে শিক্ষার্থী ও সাংবাদিককে মারধর করেন নারী শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার এক পর্যায়ে শিক্ষকের গায়ে হাত তুলেন আফসানা এনায়েত এমি। এ ছাড়া সম্প্রতি, ধর্ম অবমাননা করেন নৃবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী। তাদেরকেও বহিষ্কার করা হয়েছে।

Share this news on: