শিকল নয়, মানবিক হতে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করবেন মোদি

ওয়াশিংটন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। দুই নেতার আলোচনায় অভিবাসন, বাণিজ্য এবং শুল্কনীতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মোদি ট্রাম্পকে অনুরোধ করবেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয় অভিবাসীদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয়। চলতি মাসের শুরুতে ১০৪ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র, যাদের সবাইকে শিকল দিয়ে বেঁধে পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আগামী দিনগুলোতে আরও ৮০০ ভারতীয় অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ ভারতীয় অভিবাসী রয়েছেন, যার মধ্যে ২০ হাজার জন অবৈধ। মার্কিন প্রশাসনের কড়া অভিবাসন নীতির ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে, ট্রাম্প ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেছেন, যদিও সাময়িকভাবে কানাডা ও মেক্সিকোর জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। ভারত-মার্কিন বাণিজ্যে ভারসাম্য রক্ষার বিষয়ে মোদি তার উদ্বেগ প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে।

Share this news on: