বিশ্বমঞ্চে সহ-অধিনায়কের ভূমিকায় মিরাজ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাত ১টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার সাত ঘণ্টা আগে সহ-অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ক্রিকেটে সহ-অধিনায়কের নাম ঘোষণা করা সাধারণত বিরল ঘটনা। অতীতে অনেক সিরিজে দল খেলেছে সহ-অধিনায়ক ছাড়াই। তবে এবার সেই চিত্র একটু ভিন্ন।

মিরাজের জন্য এই দায়িত্ব অবশ্য নতুন নয়। গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শান্ত চোট পেলে নেতৃত্ব দেন মিরাজ। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর অনুপস্থিতিতে তিনটি ওয়ানডেতেও অধিনায়কের দায়িত্ব পালন করেন এই অলরাউন্ডার।

নেতৃত্বের অভিষেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। ক্যারিবিয়ান সফরে তিন ওয়ানডের দুটিতে তার ব্যাট থেকে আসে ৭৪ ও ৭৭ রান। বোলিংয়েও কম যাননি, ওই চার ম্যাচে তুলে নেন দুটি উইকেট।

শুধু ওয়ানডেই নয়, টেস্টেও নেতৃত্বের স্বাদ পেয়েছেন মিরাজ। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তিনি। এবারের সহ-অধিনায়কত্বও তার জন্য একেবারে নতুন নয়। শান্তর ডেপুটি হিসেবে আগেও দায়িত্ব পালন করেছেন মিরাজ।

নেতৃত্বে শান্ত ও মিরাজের সংযোগ বহুদিনের। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে তৃতীয় স্থান এনে দিয়েছিলেন অধিনায়ক মিরাজ, তার সহকারী ছিলেন শান্ত। এর আগেও, ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার, প্রতিপক্ষ ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। নতুন ভূমিকায় মিরাজ কেমন করেন, সেটাই এখন দেখার অপেক্ষা!

Share this news on: