কাপড় শুকানোর তারে বিদ্যুৎ, চুয়াডাঙ্গায় মা-ছেলে নিহত

শুক্রবার ভোর পাঁচটার দিকে মাছ ব্যবসায়ী ওমর আলী তার ঘরের সামনে টাঙানো লোহার (জিআই) তারে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি চিৎকার দেন। ওমরের চিৎকারে মা আসুরা খাতুন, বাবা ছমির আলী, বড় ভাই আবদুল কাদের ও তার স্ত্রী রুবিনা খাতুন ছুটে আসেন। ওমরকে তার থেকে ছাড়াতে গিয়ে অন্যদের শরীরও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

সবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু ততক্ষণে ওমর আলী ও তর মা আসুরা বেগম মারা যান।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের মহানগর উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। নিহতরা হলেন- এলাকার ছমির আলী মোল্লার স্ত্রী আসুরা বেগম (৬০) ও তার ছেলে ওমর আলী মোল্লা (২৮)।

আহত ব্যক্তিরা হলেন ছমির আলী মোল্লা (৬৭), তার বড় ছেলে আবদুল কাদের (৩৫) ও ছেলের বউ রুবিনা খাতুন (৩০)। আহত ব্যক্তিদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকেরা জানান, আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত। এ ঘটনায় দুজন ঘটনাস্থলেই মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কাপড় শুকাতে দেয়া তারটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। তা খেয়াল না করে সেখানে ভেজা কাপড় নাড়তে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। অসতর্কতার কারণে অন্যরা আহত হন।

 

টাইমস/এসআই

Share this news on: