জামিন নামঞ্জুর, বিএনপি নেতা মিলন কারাগারে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর করে ফের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এ আদেশ দেন।

মিলনের পক্ষের আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে আদালতে ২৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ দুটি মামলার জামিন শুনানি ছিল। কিন্তু বিচারক জামিন আবেদন না মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার ভোরে চট্টগ্রামের চকবাজার থানার চট্টেশ্বরী রোডের একটি বাড়ি থেকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরই তাকে চাঁদপুর নিয়ে যায় পুলিশ। ওইদিন মিলনকে তিনটি মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর মালয়েশিয়া থেকে দেশে আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী।

Share this news on: