ছাত্র-জনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,আমরা ছাত্র-জনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। ৫ আগস্ট শেখ হাসিনার পতন না হলে তিনি আমাদের প্রত্যেকের ফাঁসি দিয়ে দিতেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। মেঘনা উপজেলার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

তিনি বলেন, আজকে যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিত, তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারছে।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। এ স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি গত ১৭টি বছর শেখ হাসিনার ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে। যিনি (হাসিনা) ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪ বছরের শিশুকে হত্যা করতে পারেন, তিনি আমাদেরকেও ফাঁসি দিতে পারবে। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচল শেখ হাসিনার কাছে তা কোনো ব্যাপার না। এই রাক্ষসী দানবকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইজ্জত-সম্মান আর কিছুই থাকবে না।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি এ দেশের দেশপ্রেমিক মানুষের দল। আমাদেরকে দলের নেতা-কর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চা করার অভ্যাস করতে হবে। হাসিনার সরকার এই সেলিম ভূঁইয়াকে (বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক) একের পর এক মিথ্যা মামলা ও হামলায় জর্জরিত করেছে। আগামীতে মেঘনা-হোমনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ওয়াদুদ মুন্সীর সভাপতিত্বে ও মেঘনা উপজেলা যুবদল নেতা মাসুরুদ হক সরকারের সঞ্চালনায় সম্মেলন প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী প্রমুখ।

Share this news on:

সর্বশেষ

দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড Mar 17, 2025
img
২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান Mar 17, 2025
img
যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি Mar 17, 2025
img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025