২৩৯ বিডিআর সদস্যের জামিন আদেশ আজ

বিডিআর হত্যা মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আজ সোমবার (১৭ মার্চ) ২৩৯ জন আসামির জামিন বিষয়ে আদেশ দেবেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন জমা দেয়। একই দিন মামলার ২৮৭ নম্বর সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

পরে আদেশের তারিখ দুদফা পিছিয়ে সোমবার ধার্য করা হয়েছে। এই মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন ১৭৮ জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয় ২০১০ সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম একপ্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। যে কারণে এ মামলার বিচারকাজ ঝুলে যায়।


এমআর/এসএন

Share this news on: