ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য বিএনপির: তারেক রহমান
মোজো ডেস্ক 12:39PM, Feb 17, 2025
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য বিএনপির। এজন্য জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশকে ৩১ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। এটিই হবে এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা। সামনের দিনে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা এই দফা বাস্তবায়ন করব।
তিনি বলেন, আমাদের সামনে এখন একটি লক্ষ্য ও উদ্দেশ্য, আর তা হলো বাংলাদেশকে পুনর্গঠন করা।