মির্জাপুরে আ.লীগ নেতা মীর লতিফ গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মীর লতিফ উপজেলার আজগানা গ্রামের মীর ছাত্তারে ছেলে।

জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মীর লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত এই উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, হিমেলের মার করা মামলার তদন্তে গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগ নেতা মীর লতিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।

Share this news on: