ইউনূসের আশেপাশেই ডেভিল! বক্তব্য শামার!

ডেভিল হান্ট চলছে অথচ ইউনূস সাহেবের চারপাশেই ডেভিলরা ঘোরাফেরা করছে। শরীয়তপুরে বিএনপির সমাবেশে এ কথা বলেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, বাজারে জিনিসের দাম কমে নাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই এই ছয় মাসেও। শেখ পরিবার পালাইলো কীভাবে? একটারেও ধরতে পারলো না কেন?

এদিকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি উঠেছে শরীয়তপুরে বিএনপির সমাবেশে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবি ওঠে। ১৭ ফেব্রুয়ারি শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

ভোটের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, আমরা ১৫ বছরে একটি ভোট দিতে পারি নাই। তাই সবার জন্য এই ভোটের ব্যবস্থা করতে হবে, যত দ্রুত সম্ভব। সংস্কার তো চলমান থাকবেই। কিন্তু সংস্কারের নামে যদি আপনারা কালক্ষেপণ করেন, তাহলে ভারতে বসে হাসিনা বইসা বইসা ডায়লগ মারছে আর দোসরদের উসকানি দিতেছে। সুতরাং ষড়যন্ত্র ঘনীভূত হবে ষড়যন্ত্র চলবে।

ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে প্রথম সংস্কার শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রবর্তন করেছেন।

ডোনার বলেন, যতবার এ দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আর যখন জনগণের ভোটের অধিকার হরণ করে সূক্ষ্ম মেকানিজম করে নির্বাচন করা হয়েছে তখনই স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে। তাই এ দেশের যারা মালিক তাদের ভোটের মাধ্যমে গঠিত সরকারই পূর্ণ সংস্কার করার অধিকার রাখে। তাই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

Share this news on:

সর্বশেষ

সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা Mar 16, 2025
২৬শে মার্চ চীন সফরে যাবেন ড. ইউনুস, যা জানালেন প্রেস সচিব Mar 16, 2025
যাত্রীদের নিরাপত্তায় ঈদে লঞ্চে নৌ-পথে বাড়তি সতর্কতা Mar 16, 2025
মাছের পিটুইটারী গ্ল্যান্ড রপ্তানিতে বাংলাদেশের অপার সম্ভাবনা Mar 16, 2025
২৪ এর শ'হী''দ ও আহ'ত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন Mar 16, 2025
৭ কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ Mar 16, 2025
img
মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে ইফতারের আগে সংঘর্ষ, নিহত ১ Mar 16, 2025
বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের নিচে Mar 16, 2025
img
নোয়াখালীতে ১২০ কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির Mar 16, 2025
পুতিন ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছেন Mar 16, 2025