মাস্টারমাইন্ড নামক হাইপকে আমি প্রত্যাখ্যান করেছি: মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মাহফুজ আলম, তার ফেসবুক স্ট্যাটাসে বলেন যে, অভ্যুত্থান সবার, এবং সবার সঙ্গে এগোতে হবে। তিনি মিডিয়ার তৈরি "মাস্টারমাইন্ড" ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। জুলাই আন্দোলন সবার, এই আন্দোলনে সব সিদ্ধান্ত অনেকগুলো স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে নেওয়া হতো বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

১৯ ফেব্রুয়ারি, বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এসব কথা বলেন মাহফুজ আলম।

উপদেষ্টা মাহফুজ বলেন, যারা সিদ্ধান্ত নিতেন, তারা প্রায় সব সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেকহোল্ডারের (অংশীজন) সঙ্গে কথা বলেছেন। একটা সিদ্ধান্ত চূড়ান্ত করতে অন্তত ৫ থেকে ৬টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে এটা আসলে তাদের সিদ্ধান্ত নেওয়া বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন, তেমনি অনেকগুলো দল অংশগ্রহণ ও পরামর্শেরও ফসল। কেউই অনুল্লেখযোগ্য নন। আর জনগণ তো ১৯-৩৩ জুলাই কারও সিদ্ধান্তের জন্য বসে থাকেনি। তবে তারা অবশ্যই পাবলিক-প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা-স্কুল-কলেজের ছাত্রদেরই বৈধ নেতৃত্ব হিসেবে মানতেন।

তিনি আরও বলেন, সবাইকে নিয়ে এগোতে হবে, তবে অন্তর্ঘাতকদের বাদ দিয়ে। রাজনীতিতে সম্মান এবং আস্থা থাকতে হবে, এবং যারা এ বিষয়ে ধারণা ভুল করছেন, তাদের সুশিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার কিছু বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, বিশেষ করে তৌহিদি জনতা সম্পর্কে মন্তব্যের জন্য।

মাহফুজ আলম বলেন, জনগণের ঐক্য রক্ষা করা জরুরি। শত্রুদের পরাস্ত করতে মিত্রতা বাড়াতে হবে, যা দেশের জনগণের উপকারে আসবে।

Share this news on: