নাইকো মামলায় খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে জড়ানো হয়েছে: আদালত

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও হয়রানির জন্য তাদের এ মামলায় জড়ানো হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণার সময় উল্লেখ করেন, একই ধরনের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল, যা বিচার হয়নি, অথচ খালেদা জিয়ার মামলার পূর্ণাঙ্গ বিচার হয়েছে।

খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—কামাল উদ্দীন সিদ্দিকী, মীর ময়নুল হক, কাশেম শরীফ, খন্দকার শহীদুল ইসলাম, সিএম ইউসুফ হোসাইন, গিয়াস উদ্দিন আল মামুন ও এম এ এইচ সেলিম।

বিচারক আরও বলেন, আসামি সেলিম ভূঁইয়াকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল, যা পরে প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত এটিকে গ্রহণযোগ্য মনে না করায় সবাইকে খালাস দেন।

সব আসামির খালাসে সন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। রায়কে ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম।

Share this news on:

সর্বশেষ