রাজবাড়ীর পাংশায় অটোভ্যানের ধাক্কায় আয়শা (৪) নামের এক শিশুর মারা গেছে। সোমবার (১৭ মার্চ) পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের আশিক বিশ্বাসের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আয়শা (৪) পাট্টা গ্রামের আশিক বিশ্বাসের মেয়ে। সে বাড়ির সামনে রাস্তার ওপর ছিল।
এ সময় এক অটোভ্যান এসে আয়শাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
তারা আরো জানায়, আহত আয়শাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর বিষয়টি থানায় জানায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।