কুয়েটের হামলার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দিলো ছাত্রদল! উঠেছে কেন্দ্র থেকে এ হামলা মনিটরিংয়ের অভিযোগ। পাশাপাশি উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারির উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন।
ঢাকায় বসে কুয়েটে হামলার ঘটনা হাসনাত আবদুল্লাহ মনিটর করেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় - কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে সেখানে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ওমর ফারুক। ঢাকায় বসে হামলার বিষয়ে হাসনাত আবদুল্লাহ সার্বিক বিষয়ে মনিটরিং করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টার বৈঠকে, জাতীয় নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহ কোন প্রোটকলে মিটিং করেছেন তা নিয়েও প্রশ্নও রাখেন এই ছাত্রদল নেতা। বলেন, হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ান, ওয়াজ নসিহত করেন। কিন্তু উপদেষ্টাদের মিটিং-এ হাসনাত এবং নাসিরুদ্দিন পাটোয়ারী কোন প্রটোকলে গিয়েছিলেন তা আমরা জানতে চাই।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যেকোনো ছাত্র সংগঠন প্রকাশ্যে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার রাখে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরও সেই অধিকার রয়েছে। আন্তর্জাতিক আইনেও এই অধিকার স্বীকৃত বলে দাবি তার।
নাছির বলেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যারা আত্মপ্রকাশ করতে ভয় পেয়েছে, সেই শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। তারা যদি হামলা না করতো এমন সংঘাত কখনোই হতো না৷ ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ বলেও এসময় মন্তব্য করেন তিনি।