কাঁদলেন, কাঁদালেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদীয় আসন বগুড়া-৬ এবং ৭-এ মনোনয়ন দেওয়ার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি বিতরণ শুরু করেছে দলটি। তবে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি বিরতণ অনুষ্ঠানের শুরুতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে বক্তব্যের শুরুতেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তাঁর কান্না দেখে উপস্থিত নেতাকর্মীরাও কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। পরে তিনি প্রায় ২ মিনিট কোনো কথা বলতে পারেননি। কিছুক্ষণ থেমে তিনি ফের কথা বলা শুরু করেন।

সংবাদ সম্মেলনে কথা বলা শেষে তিনি খালেদা জিয়ার মনোনয়নের চিঠি তুলে দেন দলটির বগুড়া জেলার সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালুর হাতে। পরে রংপুর বিভাগের প্রার্থীদের হাতে দলীয় প্রত্যয়নপত্র তুলে দেন বিএনপি নেতারা। এতে সই করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কেন এই নির্বাচনে অংশ নিচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে আবার জানান তিনি। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত তিনি দেখছেন না বলেও জানান।

Share this news on: