দেশের ভাষা আন্দোলন ‘দারুণ বিকৃতির’ কবলে পড়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক। কারো দ্বারা এটা যেন ম্লান না হয়, অপদস্থ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, অপমানিত না হয় কিংবা বিকৃত না হয়। কিন্তু ভাষা আন্দোলন দারুণ বিকৃতির কবলে পড়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
জামায়াতের আমির প্রশ্ন তোলেন, তমুদ্দুন মজলিশ নামে যে সংগঠন এই আন্দোলনের সূচনা করল, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা, তাকে সেখানে জায়গা করে দিতে হবে। তাহলেই এই জাতির মধ্যে বার বার বীর জন্ম নেবে।
শফিকুর রহমান বলেন, ইতিহাস কোনো দলের নয়; ইতিহাস একটা জাতির হয়। আমরা আমাদের বীরদের জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই। আমরা আহ্বান জানিয়েছি, আমরা যতটুকু পারি চেষ্টা করেছি, জাতির সামনে তুলে ধরেছি। সরকারও যেন কাজটা করেন আরও সুন্দরভাবে। অন্যান্য যে দল আছে, সংস্থা আছে, তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন আরও সুন্দরভাবে।
তিনি বলেন, একুশ আমাদেরকে যে সবক দিয়ে দিয়েছে, শিক্ষা দিয়েছে- যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক, প্রতিবাদ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা এগিয়ে আসবেন। সবাই এলে আমরা মহাখুশি। কেউ না এলে আমরা একাই দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ।