বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এটি বিএনপির দলীয় অবস্থান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বিএনপির পক্ষ থেকে কেন্দীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রিজভী।
শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের কিছু নেতা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বলছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটি তাদের ব্যক্তিগত মত হতে পারে, তবে দলীয় কোনো সিদ্ধান্ত নয়।’
তিনি জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্য অবাধ, সুষ্ঠু, ও ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন এবং বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া। তিনি এই সরকারের অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান।
গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে স্থানীয় সরকার নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হতে পারে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কোনো বিতর্কের প্রয়োজন নেই।’
এছাড়া, ২১ ফেব্রুয়ারি সম্পর্কে রিজভী বলেন, এটি দুঃখের দিন হলেও একটি গৌরবময় দিন, কারণ ৫২'র ভাষা আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে এবং বাংলাদেশের জাতীয় স্বাধীনতা অর্জিত হয়। তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি তাদেরকে প্রেরণা দেয় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে সাহস যুগিয়েছে।
একুশের চেতনায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ভবিষ্যতে যদি কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের উত্থান ঘটে, তবে একুশে ফেব্রুয়ারি আবারও আমাদের জনগণকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করবে।