জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, দেশ একটা ভয়াবহ ও অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে এবং এরকম চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে মহান শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে দেশ আবার এক গর্তে পড়ে গেছে। রাষ্ট্র, সরকার এখন একটি দলে কুক্ষিগত হয়ে গেছে।
জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় জি এম কাদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন হলো, আমরা জয়লাভ করলাম। জয়লাভ করার সঙ্গে সঙ্গে আমরা আবার একটা গর্তে পড়ে গেলাম। সার্বিকভাবে মানবিক বিপর্যয় হতে পারে সামনের বাংলাদেশে।
রাষ্ট্র ও সরকারে এখন কোনো শৃঙ্খলা নেই উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের সঙ্গে একটা দলও আছে। সেই দল, রাষ্ট্র, সরকার এক হয়ে গেছে এখন। তারা কাকে বলবে ফ্যাসিবাদবিরোধী, কাকে বলবে ফ্যাসিবাদের দোসর সেটা তাদের ইচ্ছা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়কদের উদ্দেশ্য করে জি এম কাদের বলেন, তারা তাদের ইচ্ছা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। তাদের ওপর নির্যাতন করছে নির্মমভাবে। বিচার বহির্ভূতভাবে অনেক মানুষকে ধরা হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। তাদের কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু জনগণের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না।
দেশ এখন নব্য স্বৈরাচার ও নব্য ফ্যাসিস্টরা পরিচালনা করছেন উল্লেখ করে তিনি বলেন, সামনে আবার বৈষম্যবিরোধী আন্দোলন করতে হবে, আমার এটাই মনে হচ্ছে। এটা মনে রাখবেন, বাঙালি জাতি কোনো সময় বৈষম্য মেনে নেয় নাই। বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে সব সময়। ভালো যদি চান, সবাইকে মিলে দেশ চালানোর ব্যবস্থা করেন। বৈষম্যমুক্তভাবে সবাইকে কাজ করতে দিন, অন্যায়ভাবে কিছু করবেন না।