নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, “সতের বছরের অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব নয়।”
দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার প্রধান পালিয়ে গেছেন, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময় তো লাগবে। আমরা চেষ্টা করছি, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে ‘এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ প্রকল্পের লাইট হাউজ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রোজাকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “দ্রব্যমূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান আসলে মনে করে এটা হরিলুটের জায়গা। তারা এ সময়টা একটা সিন্ডিকেট তৈরি করে। এ বিষয়ে আমার কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেন বাজার সিন্ডিকেট ভেঙে দেয়, এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন।“
পরে তিনি দ্বীপবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় লোকজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন।
নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন উপদেষ্টা।
এ সময় নোয়াখালীর ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদ, এসপি আবদুল্ল্যাহ আল ফারুক, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম, হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ছিলেন।