মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে: ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবির আয়োজিত সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধে শহীদ মধুসূদন দে এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ পাক-হানাদার বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটের হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করে। শহিদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ, পরবর্তীতে ‘ইসলামি ছাত্রশিবির’ নামে পরিচিত-কে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, শহিদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।

নেতৃদ্বয় বলেন, অপারেশন সার্চলাইট এ শহিদ মধুদা'র মতো অসংখ্য মানুষ শহিদ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ইসলামি ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদের এবং বীর শহীদদের অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা Feb 24, 2025
img
কিছু ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল Feb 24, 2025
img
নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকছেন সাবেক সমন্বয়কেরা Feb 24, 2025
img
ক্রিকেট ঈশ্বর শচীনকে টপকিয়ে কোহলির নতুন মাইলফলক Feb 24, 2025
img
সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার Feb 24, 2025
img
ঝিনাইদহে আগুনে পুড়ল ১০ দোকান Feb 24, 2025
img
ডিএমপির বিপ্লব কুমারসহ ২ যুগ্ম কমিশনার বরখাস্ত Feb 24, 2025
যে কারণে পদত্যাগের প্রয়োজন দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 24, 2025
img
জার্মানির নির্বাচনে ফ্রিডরিখ মের্জের সিএসইউ দল জয়ী Feb 24, 2025
img
যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির প্রায় ২০০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি Feb 24, 2025