ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারবাজার বাস স্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছেন বলে জানা গেছে। এতে করে পথে বসেছেন দোকানিরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বারবাজার বাস স্ট্যান্ডে অবস্থিত ১০টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে দীপক ও নুর ইসলামের মিষ্টির দোকান, বিপ্লবের মুদির দোকান, অমলের ফলের দোকান, নাসিমের চায়ের দোকান, রবিনের সেলুনের দোকান, স্বপনের পানের দোকান, শুভর ইলেকট্রিকের দোকানসহ মোট ১০টি দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে এসব দোকানিরা নিঃস্ব হয়ে পথে বসেছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আবু সাঈদ জানান, রবিবার রাত ৩টার দিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারবাজার পৌঁছে কালীগঞ্জ ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা দেড়ের চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ১০টি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করে রক্ষা করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।
বারবাজার পুলিশ ক্যাম্পের আইসি জাকারিয়া মাসুদ জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।