ঢাকায় ভারতীয় চলচ্চিত্রের ১১১ বছর পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চলতি বছর মে মাসে ভারতে আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের (ওয়েভ সামিট) সফট লঞ্চ উপলক্ষ্যে ‘জার্নি অফ ইন্ডিয়ান সিনেমা’র ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। একইসঙ্গে অস্কার বিজয়ী ভারতীয় ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারস’র প্রদর্শনী করা হয়।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ওয়েভ হল সহযোগিতা, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষের নতুন পথ তৈরি করতে একসঙ্গে কাজ করার জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম। ওয়েভের লক্ষ্য হল টিভি ও রেডিও, নিউজ মিডিয়া, মিউজিক, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্ট, গেমিং, কমিকস, সোশ্যাল মিডিয়া, অনলাইন নির্মাতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রদর্শকসহ সারা বিশ্ব থেকে মিডিয়া এবং বিনোদন (এম অ্যান্ড ই) শিল্প নেতাদের একত্রিত করা।
অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া এবং বিনোদন শিল্প ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা ভারতীয় ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণের ধারা, বৃহত্তর সহযোগিতার উপায় নিয়ে মতবিনিময়ে অংশ নেন। ওয়েভ সামিট আগামী ১ থেকে ৪ মে ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।