ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে প্রতিবারই এই উত্তেজনার কোনো রেশ দেখা যায় না। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল। তবে এবারও পাকিস্তানকে সহজেই হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে মেন ইন ব্লুরা। ভারতের কাছে হারের পর পাক অধিনায়ক বলেছেন, দুই ম্যাচেই তারা অনেক ভুল করেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হারে পাকিস্তান। আর রোববার (২৩ ফেব্রুয়ারি) দুইবাইয়ে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের অপেক্ষায় স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের পুঁজি পায় পাকিস্তান, যা এই ভারতের কাছে তেমন কঠিন কিছুই না।
বিরাট কোহলির শতকের ওপর ভর করে ৪৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক হারের ব্যাখ্যা দিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বলেন, 'আমরা টস জিতলাম, কিন্তু টসের সুবিধা কাজে লাগাতে পারিনি। ভেবেছিলাম, এই পিচে ২৮০ রান ভালো স্কোর। মাঝের ওভারগুলোতে ভারতের বোলাররা খুব ভালো বল করেছে এবং আমাদের উইকেট নিয়েছে। আমি ও সাউদ শাকিল শুরুতে সময় নিয়েছিলাম, কারণ খেলাটা গভীরে নিতে চেয়েছিলাম। এরপর ভুল, দুর্বল শট নির্বাচন। ওরা আমাদের চাপে ফেলেছিল, সে কারণেই আমরা ২৪০ রানে আটকে যাই।'
রিজওয়ান আরও বলেন, 'আবরার আমাদের একটি উইকেট এনে দিয়েছিল (গিলের), কিন্তু অন্য প্রান্তে তারা সত্যিই ভালো খেলেছে। বিরাট কোহলি ও শুভমান গিল ম্যাচ থেকে আমাদের অনেক দূরে ঠেলে দিয়েছে। আমাদের ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। এই ম্যাচে ও গত ম্যাচে আমরা অনেক ভুল করেছি। আশা করি, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারব।'
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড জয় পেলে টুর্নামেন্ট থেকে বিদায় নেমে স্বাগতিক পাকিস্তান।