১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির জনসভা

দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। এতে পঞ্চাশ হাজার লোকের সমাগম ঘটানোর আশা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জ শহরের পৌর পার্কের মুক্তমঞ্চে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে গোপালগঞ্জ শহরসহ জেলার আনাচে-কানাচে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি-সংবলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ শোভা পাচ্ছে।

অন্যদিকে রবিবার সন্ধ্যায় কেন্দ্রঘোষিত সমাবেশকে সফল করতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সেখানে সমাবেশকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদেরকে ব্রিফ করেন।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

ওয়ান ইলেভেন-পরবর্তী আওয়ামী লীগের তিন মেয়াদে জেলায় বিএনপিকে প্রকাশ্যে কোনও মিছিল-মিটিং করতে দেখা যায়নি। ঘরোয়া আলোচনার মাধ্যমেই বিএনপির কর্মসূচি সীমাবদ্ধ ছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি ও জামায়াত প্রকাশ্যে রাজপথে শোডাউন ও মিছিল সমাবেশ করছে। এটি বিগত প্রায় ১৬ বছরে দেখা যায়নি।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন ও জেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন হীরা।

এদিকে, সমাবেশ সফল করতে ও বিপুলসংখ্যক নেতাকর্মী-সমর্থকের উপস্থিতি নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরে দফায় দফায় প্রস্তুতি সভা, প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ২০০৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ফরিদপুর বিভাগীয় ইউনিয়ন সভা করেছিলেন, যা পরবর্তী সময়ে জনসভা নামে পরিবর্তন করা হয়। সুদীর্ঘ ‌১৯ বছর পর এ জনসভায় নেতাকর্মীরা ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে।

Share this news on:

সর্বশেষ

img
ভিক্ষুককে ফুটপাত থেকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার Mar 16, 2025
ভারতের ঋণে সড়ক নির্মাণ, বাংলাদেশের লাভ কতটুকু? Mar 16, 2025
গুতেরেসের সাথে বৈঠকের ব্যপার বুঝতে পারেননি মির্জা ফখরুল! Mar 16, 2025
জামায়াত নেতা আজহারুলের মুক্তি নিয়ে কি বলছেন আমিরে জামায়াত Mar 16, 2025
রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, সংস্কারের তাগদা Mar 16, 2025
img
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত Mar 16, 2025
img
যে ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায় Mar 16, 2025
img
বিটকয়েন চুরি: অভিযোগের তীর নিয়ন্ত্রণ সংস্থার কর্মীর দিকে Mar 16, 2025
img
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত Mar 16, 2025
img
ভারতে সংখ্যালঘুদের নিয়ে যা বললেন জন আব্রাহাম Mar 16, 2025