আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন সময় পার করছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ পেল তারা। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার ব্রাইডন কার্স।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, চোটের কারণে কার্স আর মাঠে নামতে পারবেন না এবং দ্রুতই ইংল্যান্ড ফিরে যাবেন। সেখানেই রিহ্যাবের মাধ্যমে পুনরায় ফিট হওয়ার চেষ্টা করবেন এই পেসার। তবে তার সুস্থ হতে কতদিন লাগবে, সে বিষয়ে কিছু জানায়নি ইসিবি।
শেষ চারে জায়গা পেতে মরিয়া ইংল্যান্ড। কার্সের বদলিও ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ২০ বছর বয়সী রেহান আমেদ দলে জায়গা করে নিচ্ছেন। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ওয়ান ডে ম্যাচে বল হাতে ১০ উইকেট নিয়েছেন স্পিনার রেহান আমেদ।
আসরের প্রথম ম্যাচে জস ইংলিশের সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন কীর্তি গড়ে ইংল্যান্ডের ৩৫২ রান তাড়া করে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে অজিদের বিপক্ষে হেরে যাওয়ার পরে গ্রুপ বি তে বর্তমানে বেশ কঠিন জায়গায় রয়েছে ইংল্যান্ড। ফলে আসরে টিকে থাকতে আফগানদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই ইংলিশদের।
বাঁচামরার ম্যাচে বুধবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ মার্চ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।