আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম জামায়াতের শোক প্রকাশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন উল্লেখ করেন, আবদুল্লাহ আল নোমান একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি মহান আল্লাহ যেন আবদুল্লাহ আল নোমানকে বেহেস্ত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্যধারণের তৌফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এর আগে সোমবার ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

Share this news on: