আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না বিএনপি : ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, নূন্যতম সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার।

জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম বক্তব্য দেন।

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন বলেন, ড. মুহাম্মদ ইউনূস আজ দেশের প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা কোথায়, হিন্দুস্তানে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের মোবাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়নাঘর আর চাই না।

তিনি আরও বলেন, আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬ বছরে পরাজিত হইনি। পরাজিত হয়েছি পুলিশের বেনজীরের কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।

সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহিদ মিনারে এসে যোগ দেয়।

Share this news on:

সর্বশেষ

img
সিভিসি ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও দোয়া মাহফিল Feb 26, 2025
img
জয়শঙ্করকে যে জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 25, 2025
img
ছিনতাইকারীর আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাহত দুই পুলিশ Feb 25, 2025
নাহিদ ইসলামের দুই মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কে? Feb 25, 2025
দেশবাসীকে সতর্ক করলেন সেনাপ্রধান | টাইমস ফ্ল্যাশ | Feb 25, 2025
ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগে প্যাট কামিন্সের Feb 25, 2025
দুই স্ত্রী ও নতুন প্রেমিকা নিয়ে সুখে থাকলেও কেন আমির খানের মন খারাপ ? Feb 25, 2025
img
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত Feb 25, 2025
img
আফগানিস্তানে শিলাবৃষ্টিতে ২৯ জন নিহত Feb 25, 2025
img
‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার Feb 25, 2025