শেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

শেরপুরের সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দলীয় প্রতিপক্ষের হামলায় জাকারিয়া বাদল (৪৭) নামে এক নেতা নিহত হয়েছেন। এ সময় তার দুই সহযোগীও আহত হন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জাকারিয়া বাদল শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর
সরকারি কলেজের সাবেক এজিএস ছিলেন।

আহত সোহাগ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং রুহুলকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদলসহ ৩ জন একই মোটরসাইকেলে করে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বাদল ও সোহাগকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মধ্যরাতে বিএনপি নেতা জাকারিয় বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়া বাদলের স্বজন ও ছাত্রদল কর্মী রমজান আলী অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার বিকেলে বাদল ও তার সহযোগীদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Share this news on: