বিয়ে করলে কাজ কমবে না, ২১ বছরেই সংসার শুরু অনন্যার

টলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা গুহ মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সঙ্গে আংটি বদল সারলেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুকান্তের বাড়িতে হবু বর-কনের আশীর্বাদ অনুষ্ঠিত হয়।

বিয়ের প্রাক-পর্ব বলে কথা, তাই লাল রঙের ছোঁয়া না থাকলে হয়? সেই রীতি মেনে অনন্যা বেছে নিয়েছিলেন লাল বেনারসী, যার সঙ্গে ছিল সোনালি বুটি ও সূক্ষ্ম কল্কার কাজ। মানানসই সোনার গয়নায় ছিল পূর্ণতা। অন্যদিকে, সুকান্তের পরনে ছিল লাল পাঞ্জাবি ও সাদা চোস্ত পাজামা।

এদিন বিকেলের সাজ নিয়েও ছিল বিশেষ আয়োজন। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপকালে অনন্যা জানান, বিকেলের সাজেও থাকবে লাল রঙের ছোঁয়া, তবে পোশাকে থাকবে পাশ্চাত্যের ছাপ। তিনি বেছে নিয়েছেন একটি গাউন, সঙ্গে খোলা চুল ও হীরার গয়না, যা তার লুক সম্পূর্ণ করবে।

অভিনেত্রী আরও জানান, বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি— দু’তরফ থেকে দুইটি হীরার সেট দিয়েছে। বিকেলে অবশ্য হবু বর লাল নয়, কালো কোট-প্যান্টে সুসজ্জিত হবেন। 

অনন্যার কথায়, ‘জানেন, বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে পরিবারের সদস্যরা। ৬ মাস ধরে অনেক পরিকল্পনা করেছি আমরা। আজ মনে হচ্ছে, আরও কত কিছু করতে পারতাম!’ 

সেজন্যই আনুষ্ঠানিক বিয়ে সারতে এক বছর সময় নিচ্ছেন। সব ঠিক থাকলে আগামী বছরে সাতপাক ঘুরবেন তারা।

খাওয়াদাওয়ায় কোনও কমতি রাখেনি দুই পরিবার। অভিনেত্রীর কথায়, ‘আমরা বাঙালি, সকালে তাই রকমারি ভর্তা ছিল মেনুতে। যেমন, মুরগির রসুন ভর্তা, চিতল মাছের মুইঠ্যা, পাঁঠা ও মুরগির মাংস, দই কাতলা, ফুলকপির রোস্ট, মুর্গমসল্লম, কমলালেবুর চাটনি, মিষ্টি। রাতের খাবারে বাঙালি রীতি মেনে ভাত, পোলাও, মাংস তো থাকছেই। থাকছে পাঞ্জাবি, চিনা খাবারও।’

সুকান্ত কিন্তু বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন। পেশায় আইটি সংস্থায় কর্মরত যুবক সফল ইউটিউবার। অনন্যার কথায়, সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের জুড়ে দিয়েছে পরস্পরের সঙ্গে।

বিনোদন দুনিয়ায় নাকি এখনও কুমারী অভিনেত্রীদের পাল্লা ভারী! অনন্যা নিশ্চয়ই সেসব ভেবেই এগোচ্ছেন? প্রশ্ন করতেই জবাব দিলেন, ‘বিয়ে হলে কাজ কম পাব, মনে করি না। আমার কাজ আমার পরিচয়। সেখানে কোনও ফাঁকি দেব না।’

Share this news on:

সর্বশেষ