টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। ব্রাইডন কার্সের চোটের কারণে ইংল্যান্ড একাদশে সুযোগ পেয়েছেন জেমি ওভারটন।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান।
লাহোরে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচটি কার্যত নকআউট পর্বে রূপ নিয়েছে। হারলেই বিদায়—এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাটিংয়ে আফগানিস্তান। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, রান তাড়ার চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত, যদিও তিনিও প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন।
উইকেট ব্যাটিং সহায়ক হলেও, দুই দলের জন্যই ম্যাচটি চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।