বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে মাদারীপুরের শিবচর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লাল মিয়া ওরফে মামুন (৪৭)। তিনি শিবচর উপজেলার পূর্ব সন্ন্যাসীরচর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে।
র্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের স্পিডগান মেশিনের মাধ্যমে প্রাইভেটকারের অতিরিক্ত গতি শনাক্ত হলে ডিউটিরত পুলিশ সদস্য গাড়িটিকে থামানোর সংকেত দেন। এ সময় চালক গাড়ির গতি হালকা কমিয়ে পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে চাপা দেন। এতে ওই পুলিশ সদস্যের ডান পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।
পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে চালক কিছু দূর গিয়ে প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যান। পরে র্যাব যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে শিবচর থেকে লাল মিয়া ওরফে মামুনকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।