‘হতাশ ও ক্ষুব্ধ’ পিসিবি, নতুন কোচের সন্ধানে

২৯ বছর পর পাকিস্তান নিজেদের ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্টের আয়োজন করেছিল, কিন্তু সেখানে তারা টিকতে পারল মাত্র ৫ দিন। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। তবে পরদিন বাংলাদেশের হারে চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে যায় মোহাম্মদ রিজওয়ানদের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন কোচের সন্ধানে নামতে যাচ্ছে, কারণ তারা বর্তমানে হতাশ ও ক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

তবে কেবল হারই না, যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান, তাতে বেশ ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট বোর্ড। আর সেটারই ফল ভোগ করতে হতে পারে দলটির বর্তমান কোচ আকিব জাভেদকে। অন্তর্বর্তী মেয়াদে যিনি এখন রিজওয়ান-বাবরদের গুরু, তাকে আগামী ২৭ তারিখই বিদায় করতে চায় পিসিবি। সংস্থার এক সূত্রকে উদ্ধৃত করে এমন খবরই প্রকাশ করেছে পিটিআই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ ও হতাশ বলে জানিয়েছে সেই সূত্র। তবে পিসিবি এখনই বড় রকমের কোনো ঘোষণা দিতে রাজি নয়। বর্তমানে চলমান ইভেন্ট সফলভাবে শেষ করার দিকেই তাদের নজর বলে উল্লেখ করা হয়েছে। পিসিবি চায়, টুর্নামেন্টের সফল আয়োজন শেষ করতে, যাতে ভবিষ্যতে আইসিসির আরও কোনো ইভেন্ট আয়োজকের স্বত্ত্ব পেতে পারে দেশটি।

সূত্রের বক্তব্য, ‘এখনই দলের পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ডের নীতিনির্ধারণী পর্যায় দলের বাজে পারফরম্যান্সের জন্য কোনো প্রকার অজুহাত শুনতেও নারাজ।’

সেই সূত্রের দাবি, আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে আকিব জাভেদ অধ্যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগেই নতুন কোচ নিয়োগের চেষ্টা করবে পিসিবি। সম্ভাবনা রয়েছে আরও একবার অন্তর্বর্তী কোচের শরণাপন্ন হবে পাকিস্তান।

আগামী ১৫ই মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ। সেই সিরিজের মাধ্যমেই পাকিস্তান ক্রিকেটে নতুন কাউকে দেখা যাবে। আশা করা হচ্ছে, বড় কোন নামকেই দেখা যেতে পারে বাবর-রিজওয়ানদের কোচ হিসেবে। 

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি Feb 26, 2025
img
'একটি পারস্পরিকভাবে লাভজনক সমাধান আসবে' Feb 26, 2025
img
নতুন ছাত্রসংগঠনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের Feb 26, 2025
img
শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি Feb 26, 2025
img
গাড়িচাপায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা, চালক গ্রেপ্তার Feb 26, 2025
img
‌‘ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে’ Feb 26, 2025
img
মাহমুদউল্লাহ খেলতে নয়, ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম Feb 26, 2025
img
সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প প্রসারে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা Feb 26, 2025
img
'স্থানীয় সরকার আগে হলে ডিসেম্বরে সংসদ নির্বাচন সম্ভব নয়' Feb 26, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণ-অবস্থানকারী ছাত্র-জনতার Feb 26, 2025