যে সালোয়ার-কামিজ় পরে কুম্ভে পুজো সারলেন ক্যাটরিনা, তার দাম জানেন? ক্যাটরিনার গায়ে ছিল চান্দেরি কাপড়ের সালোয়ার স্যুট। কামিজের উপর সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ। কামিজের সঙ্গে মানিয়ে পালাজ়োর মতো ট্রাউজার্স পরেছিলেন ক্যাটরিনা। গায়ে জড়ানো ছিল অরগ্যানজ়ার ওড়না।
ইন্টারনেট সূত্রে পাওয়া তথ্য বলছে, ক্যাটরিনার পরনে ওই সালোয়ার স্যুটটি তৈরি করেছে পোশাক সংস্থা ‘লাজ্জুক’। পোশাকটির মূল্য ৩৯ হাজার ৯০০ টাকা। পোশাকের সঙ্গে মানিয়ে ক্যাটরিনার গলায় ছিল রুদ্রাক্ষের মালা। ঢেউখেলানো খোলা চুল, ‘নো মেকআপ’ লুকে তিনি হয়ে উঠেছিলেন যেন গৃহী-সাধিকা।
প্রায় মাসখানেক ধরে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ স্নান। সাধুসন্ত, সাধারণ মানুষ থেকে অভিনেতা-অভিনেত্রী— বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামীরা ইতিমধ্যেই ডুব দিয়েছেন সঙ্গমে। এ বার সেই দলে নাম লেখালেন ক্যাটরিনাও। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছাওয়া’ নিয়ে ব্যস্ত স্বামী, অভিনেতা ভিকি কৌশল। ছবি মুক্তির ঠিক আগের দিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি তিনি পৌঁছেছিলেন প্রয়াগরাজে। পুণ্যলাভের আশায় স্নান সেরেছিলেন ভিকিও।
মহাকুম্ভের ‘গেরুয়া’ প্রথা ভেঙে হলুদ বসনে স্নান করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সঙ্গে ছিলেন শাশুড়িমা বীণা কৌশল। স্নান, গঙ্গারতি, ভজন— এক এক করে সব আচারই পালন করেছেন নিষ্ঠাভরে।
তবে নেটাগরিকদের নজরে পড়েছে ক্যাটরিনার সাজপোশাক। স্নানের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন, হলুদ রঙের সালোয়ার। তাতে সাদা ফুলেল ছাপ। বাঁ হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা। কপালে হলুদ চন্দনের ফোঁটা। পরে সন্ধ্যায় যোগ দিয়েছিলেন গঙ্গারতি এবং ভজন অনুষ্ঠানেও।