২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির

পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানে দেশের সব নাগরিককে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদির শাবান মাসের ২৯তম দিন থাকবে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’।

যদি কেউ খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তাকে নিকটস্থ কোর্টে গিয়ে স্বাক্ষ্য রেকর্ড করতে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। এছাড়া নিকটস্থ কোর্টে যাওয়ার জন্য সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে যেতেও আহ্বান জানানো হয়েছে।

আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।”

আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। এ মাসে আরব আমিরাতসহ বিশ্বের কোটি কোটি মানুষ রোজা রাখেন। আরবি মাসগুলো নির্ধারণ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।

এরআগে গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।


Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি Feb 26, 2025
img
'একটি পারস্পরিকভাবে লাভজনক সমাধান আসবে' Feb 26, 2025
img
নতুন ছাত্রসংগঠনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের Feb 26, 2025
img
শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি Feb 26, 2025
img
গাড়িচাপায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা, চালক গ্রেপ্তার Feb 26, 2025
img
‌‘ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে’ Feb 26, 2025
img
মাহমুদউল্লাহ খেলতে নয়, ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম Feb 26, 2025
img
সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প প্রসারে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা Feb 26, 2025
img
'স্থানীয় সরকার আগে হলে ডিসেম্বরে সংসদ নির্বাচন সম্ভব নয়' Feb 26, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণ-অবস্থানকারী ছাত্র-জনতার Feb 26, 2025