ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগের আইনজীবীরা ভোট দিলেও নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেননি। নির্বাচনে বিএনপি সমর্থিত ছয়জন এবং জামায়াত সমর্থিত ৪ জন নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রধান নির্বাচন কমিশন গাজী শাহিদুজ্জামান লিটন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন খন্দকার লুৎফর রহমান পিলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিমউদ্দিন মৃধা জসিম।তারা দুইজনেই বিএনপি সমর্থিত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সমিতির ৩৫২ সদস্যের মধ্যে ৩৩৫ জন ভোট দেন।