অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “আপনাদের দোয়া চাই, আমরা যেন আমাদের হাতে নেওয়া সব সংস্কার সফলভাবে শেষ করতে পারি। দেশকে যেন একটি গুছানো অবস্থায় রেখে বিদায় নিতে পারি।”
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের আগে পিরোজপুরের ছারছীনা দরবারে আয়োজিত মাহফিলের শেষ দিনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি দরবার শরীফের প্রয়াত পীরদের মাজার জিয়ারত করেন।
এ সময় ছারছীনা শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস