গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মীকে বরখাস্ত করেছে মেটা। দ্য ভার্জ-এ প্রথম প্রকাশিত এ তথ্য নিশ্চিত করেছেন মেটার এক মুখপাত্র। অভিযোগ উঠেছে ওই ২০জন মিডিয়ায় গোপণ তথ্য ফাঁস করতেন। ২৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি বলছে, সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে কর্মীদের বৈঠক হয়েছে। এরপরেই এনিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ হয়েছে। এমন ঘটনার পরেই গোপন তথ্য ফাঁসের অভিযোগ এনে ২০ কর্মীকে বরখাস্ত করেছে মেটা।
মেটার এক মুখপাত্র বলেছেন, ‘কর্মচারীদের কোম্পানিতে যোগ দিতে হলে কিছু নীতি মেনে চলতে হয়। কর্মচারীরা জানেন, অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা নীতির বিরুদ্ধে। কর্মীদের এটা মনে রাখা দরকার যে, কোম্পানির গোপন তথ্য ফাঁস করা আমাদের নীতির পরিপন্থী। সে যে কারণেই হোক না কেন, অপরাধের শাস্তি সকলকেই পেতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রতি একটি তদন্ত করেছি। কোম্পানির বাইরে গোপনীয় তথ্য ফাঁস করার জন্যে ২০ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও বরখাস্ত করা হতে পারে।’ পাশাপাশি তিনি বলেন, ‘এই তদন্তকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যখন ফাঁসের বিষয় শনাক্ত করব তখন ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। ’
এদিকে সম্প্রতি মেটার কর্মী বৈঠকে মার্ক জাকারবার্গকে অভিযোগ করতে শোনা যায়, “আমরা সমস্ত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মকে স্বচ্ছভাবে চালানোর চেষ্টা করি। কিন্তু তাই মাঝেমধ্যে তথ্য ফাঁস হয়ে যায়। এটি খুবই বিরক্তিকর।”
জাকারবার্গ কর্মীদের সতর্ক করে বলেন, “পরবর্তী বছরটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে, সবাই তৈরি থাকুন।”তিনি আরও জানান যে, মেটা হোয়াইট হাউসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চলেছে।