ফ্রান্স-ইতালি সীমান্তে প্রাণ গেছে বাংলাদেশিসহ ৪৮ অভিবাসীর।

ফ্রান্স-ইতালি সীমান্তে প্রাণ গেছে বাংলাদেশিসহ ৪৮ অভিবাসীর।

গত ১০ বছরে ইতালির ভেন্টিমিগ্লিয়া এবং ফ্রান্সের মন্ত শহরের মধ্যকার পুলিশি তল্লাশি এড়াতে গিয়ে এই অভিবাসীরা মারা গেছেন বলে দাবি করেছেন ওই অঞ্চলে কাজ করা একদল গবেষক।

সীমান্ত এলাকাটিতে সক্রিয় নাগরিক গোষ্ঠী হিউম্যান রাইটস লীগ অব নিস এবং গবেষকদের একটি দল চলতি মাসের মাঝামাঝি সময়ে গত ১০ বছরে সেখানে মারা যাওয়া ব্যক্তিদের নামের তালিকা তৈরি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে ফ্রান্স-ইতালি সীমান্তে ৪৮ জন অভিবাসী মারা গেছেন। এদের মধ্যে ছিলেন ইরিত্রিয়া, সুদান, লিবিয়া, চাদ, নেপাল, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা মানুষ। সর্বকনিষ্ঠ অভিবাসীর বয়স ছিল ১৬ বছর।

২০২৫ সালের জানুয়ারিতে মারা যাওয়া অভিবাসীদের মধ্যে ছিলেন মোহাম্মদ, সাইকু, সাঈদ, নফানসু এবং ইয়োনাসসহ আরও অনেকে।

সম্প্রতি ২৬ বছর বয়সী এক ইরিত্রিয়ানের মৃতদেহ সীমান্তবর্তী সেন্ট-লুডোভিচ সেতুর কাছে পাওয়া যায়। এই সেতুটি ইতালির ভেন্টিমিগ্লিয়া এবং ফ্রান্সের মন্ত শহরের সংযোগস্থলে অবস্থিত, যেখানে একটি সীমান্ত চেকপোস্টও রয়েছে।

সীমান্তে নিহত অভিবাসীদের স্মরণে ২০২২ সালে এই সেতুর পাশেই একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছিল। হিউম্যান রাইটস লীগ জানিয়েছে, সীমান্তে নিহতদের তালিকার কাজ এখনও চলছে।


Share this news on:

সর্বশেষ