বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৪ বছর আগের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে ‘কাঁটে’ ছবির শুটিং করতে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ই ঘটে যায় ৯/১১-র ভয়াবহ হামলা। আর এই ঘটনার পরপরই সুনীল শেঠিকে পুলিশ আটক করেছিল।
সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, ‘আমার মাথায় বন্দুক ধরে, হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে।
না হলে গুলি চালানোর হুমকি দেয়। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি।’