গ্যালারিতে আফগানিস্তানের সমর্থকরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। সেদিকউল্লাহ ও ওমারজাইয়ের ব্যাটিংয়ের সময় তারা প্রাণ খুলে চিৎকার করেছেন। তবে আফগানিস্তানের বোলিংয়ের সময় তেমন সুযোগ পাননি উল্লাসের।
হঠাৎ বৃষ্টি শুরু হলে তাদের দেখা গেল ছুটোছুটি করতে। বৃষ্টি থামার পরও তারা খেলার পুনরায় শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হলো না।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার ২৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলে নেয়। এরপরই নামে বৃষ্টি।
যদিও পরে বৃষ্টি কমে আসে, তবে ভেজা আউটফিল্ডের কারণে খেলা আর চালানো সম্ভব হয়নি। ফলে আফগানিস্তানকে হতাশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া।