যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল: হাসনাত

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার (২৮ ফ্রেবুয়ারি)। পার্টির ১৫১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)। পার্টির দায়িত্ব নিয়েই তিনি তার নিজের ফেসবুক পেজে একটি দিয়েছেন। সেখানেই লিখেছেন, কোনো ভুল করলে নিজের ভাই মনে করে ধরিয়ে দেবেন শুধরে নেব।

শনিবার (১ মার্চ) বেলা ১১টা ৪১ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে এই আহ্বান জানান তিনি।

পোস্টে যা লিখেছেন হাসনাত আব্দুল্লাহ

‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং 'যদি', ‘কিন্তু’, 'অথবা' ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’

Share this news on: