চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন সিলেট যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধব। শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার হন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, সিলেটের জিন্দাবাজারে হকারদের কাছ থেকে তিনি চাঁদা দাবি করে আসছিলেন।
ঘটনাটি নিয়ে সিলেটের জিন্দাবাজারে আন্দোলন শুরু করেন হকাররা। তারা অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় মাধব তাদের ২ জন হকারকে উঠিয়ে নিয়ে যান। এর প্রতিবাদে, ২৮ ফেব্রুয়ারি রাতে হকাররা সড়ক অবরোধ করে আন্দোলন করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে, মাধবকে যুবদলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করার কথা নিশ্চিত করেছেন। মাধবের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতেও দলের নেতাকর্মীদের নিষেধ করেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতেও মাধবের বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করে। জানায়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অবরোধস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।