মুনতাসির মামুনের পদ নিয়ে বিতর্ক, ভুল স্বীকার করলেন সারজিস – হাসনাত!

এনসিপির নব গঠিত কমিটি নিয়ে বিতর্ক। কমিটিতে জায়গা পাওয়া মুনতাসির মামুনের নামে অভিযোগ, সমকামী সম্প্রদায় এলজিবিটিকিউ এর সাথে জড়িত তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। অনেকেই তার এমন সম্পৃক্ততাকে দেখছেন ন্যতিবাচক হিসেবে।

এমন অবস্থায় নিজেদের ভুল স্বীকার করে এনসিপির অবস্থান পরিষ্কার করেছেন দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। দুজনই একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের নিজেদের ভুল স্বীকার করেছেন। জানিয়েছেন দলের অনিচ্ছাকৃত ভুল ছিলো এটি। এমনকি ইঙ্গিত দিয়েছেন ভুল সংশোধনের।

স্ট্যাটাসে হাসনাত ও সারজিস লিখেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়- আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না।

স্ট্যাটাসে তারা আরও লিখেন, স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার যদি, কিন্তু, অথবা ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।

তাদের এমন বার্তার পর অনেকেই মনে করছেন যে কোন সময় বহিষ্কার হতে পারেন বিতর্কিত মুনতাসির মামুন। ভুল সংশোধনের কথা বলে তারই ইঙ্গিত দেয়া হয়েছে। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত মাহিন সরকার ফেসবুক পোস্টে লিখেছেন, মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু উনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম! বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না।

Share this news on: