‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিস্থিতি খারাপ করছে’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মুসলিম সদস্য ইলহান ওমর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কারণে ভেনেজুয়েলার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক বিদ্বেষপূর্ণ বক্তব্যের পর টুইটারে লিখেছেন, ইরাকে মার্কিন হস্তক্ষেপ ইস্যুতে যা ঘটেছিল এখনও তাই ঘটছে। তারা যুদ্ধবিরোধীদের অপবাদ দিচ্ছে। তারা যুদ্ধবিরোধীদেরকে স্বৈরতন্ত্রের সহযোগী ও স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করছে।

মার্কিন এই সংসদ সদস্য বলেন, আমেরিকার উচিৎ ভেনিজুয়েলায় যুদ্ধনীতির পরিবর্তে কূটনৈতিক পন্থা অবলম্বন করা।

এর আগেও ইলহান ওমর মার্কিন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কারণে গোটা লাতিন আমেরিকায় অস্থিরতা দেখা দিতে পারে। এরপরই মাইক পেন্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি ইলহাম ওমরকে স্বাধীনতাবিরোধী ব্যক্তি হিসেবে অভিহিত করেন।

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, প্রয়োজনে আমেরিকা ভেনিজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করবে।

 

টাইমস/এসআই

Share this news on: