দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার আহ্বান সালাহউদ্দিনের

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে সরকারের সমালোচনা করবে দেশের জনগণ। তুলনা করবে আগেকার সরকারের সঙ্গে।

রোববার (২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের রিপোর্টে গণহত্যার নিদেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম স্পষ্ট উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, বিগত সময়ে মানবাধিকার বিনাশে রাজনীতিবিদদের ভূমিকা দেখেছে সবাই। জাতিসংঘের রিপোর্ট অনুসারে, শেখ হাসিনাকে খুনি ও গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশে গণহত্যার নিদের্শ শেখ হাসিনা দিয়েছেন-- এটা প্রতিষ্ঠিত।

‘আয়নাঘরের চিত্র প্রমাণ করে বাংলাদেশে বর্বর একনায়ক স্বৈরাচার ছিল। গণহত্যার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনা করতে দেখিনি। ক্ষমা চেয়ে বাংলাদেশে রাজনীতির করার কথা বলতে শুনিনি। বরং তারা দেশের মানুষকেই গণ-অভ্যুত্থানের জন্য দায়ী করছেন’, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। সব রাজনৈতিক, সামাজিক এবং মানুষকে আহ্বান জানাই, যাতে তারা জাতীয় সংসদ নির্বাচনের দাবিটা বলতে থাকেন। নির্বাচন যত দীর্ঘায়িত হবে, তত পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করতে থাকবে।

নির্বাচনমুখী সংস্কারের দিকে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির সামনে সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি। যতদিন যাচ্ছে যাত্রাপথ আরও দীর্ঘায়িত হচ্ছে। বাজারের অবস্থা ভালো নয়, দ্রব্যের ক্রয় ক্ষমতা না থাকলে সরকারের সব ভালো কাজকেও জনগণ সমালোচনা করবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে৷ না থাকলে আগেকার সরকারের সঙ্গে তুলনা করতে শুরু করবে মানুষ। 

Share this news on:

সর্বশেষ

img
মডেল মসজিদ দুর্নীতিতে সাবেক প্রকল্প পরিচালক শফিকুল বরখাস্ত Mar 15, 2025
img
বাংলাদেশের সংকটে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস Mar 15, 2025
img
রাজধানীতে ৩৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেফতার Mar 15, 2025
জাতিসংঘের হেডকোয়ার্টার ভবন দেখে অভিভূত মহাসচিব গুতেরেস Mar 15, 2025
গ"ণমি"ছিলের ডাক বামপন্থীদের, সিপিবি কার্যালয় ঘে"রা"ওয়ের ডাক পিনাকীর Mar 15, 2025
রোহিঙ্গাদের দেশে ফেরা নিয়ে যা বললেন ড. ইউনূস Mar 15, 2025
এক দশকের মধ্যে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী, ভবিষ্যদ্বাণী সারজিস আলমের! Mar 15, 2025
img
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কোপে পড়ছে ৪১ দেশের নাগরিক! Mar 15, 2025
১৫ জুলাই ঢাবিতে হা'ম'লা''য় ছাত্রলীগ কর্মী ও শিক্ষক শ'না'ক্ত Mar 15, 2025
img
শহীদ মিনারের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের পদযাত্রা শুরু Mar 15, 2025